গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ও গ্রামবাসির সহযোগিতায় হাসিবুল ইসলাম (৩৫) নামের এক চোরকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে চোরাই বাইসাইকেলসহ চোরকে হাতেনাতে আটক করা হয়। হাসিবুল ইসলাম চুয়াডাঙ্গা সদরউপজেলার তিওরবিলা গ্রামের সরওয়ার হোসেন মন্ডলের ছেলে। গ্রামবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম তার বাইসাইকেল নিয়ে বাজারে আসেন। শরিফুল ইসলাম সাইকেলটি বাজারের যাত্রী ছাউনিতে রেখে প্রয়োজনীয় কাজে ব্যস্তছিল। সুযোগ বুঝে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তিওরবিলা গ্রামের সরওয়ার হোসেন মন্ডলের ছেলে চিহ্নিত চোর হাসিবুল ইসলাম বাইসাইকেলটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। গ্রামবাসি তাকে ধাওয়া করে খবর দেয়া হয় বাজার গোপালপুর ক্যাম্প পুলিশে। আটক করা হয় চোর হাসিবুলকে। বাজার গোপালপুর ক্যাম্প ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক উত্তম কুমার জানান, গ্রামবাসির সহযোগিতায় চোরকে আটক করে সদর থানায় প্রেরন করা হয়েছে। সদর থানা পুলিশ গতকালই মামলাসহ আদালতে প্রেরন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে।