ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান ছাড়াও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্যানেল মেয়র আব্দুল মতলেব মিয়া, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, ঝিনাইদহ আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, বাংলাদেশ পৌরসভা কাউন্সিল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী এসপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।