
নজরুল ইসলাম, ঝিনাইদহ: ঝিনাইদহের কালিগঞ্জের ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের নব নির্বাচত চেয়ারম্যান আয়ুব হোসেন খান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহন করেছে । বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে সাবেক চেয়রম্যান আলী মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহন করেন। অনুষ্ঠানে সকল ইউপি সদস্য ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। নব্য চেয়ারম্যান তার বক্তবে বলেন, আমি আপনাদের পাশে আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগীতা করবেন যাতে আমি আমার ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়তে পারি। মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এই ইউনিয়নের মাঝে ছড়িয়ে দিব। জঙ্গীবাদ ও সন্ত্রাসের শেকড় এই ইউনিয়ন থেকে সমূলে উৎপাট করিব । এই ইউনিয়নের উন্নয়নের ধারাকে আমি অব্যাহত রাখব ।