চুয়াডাঙ্গা শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহের উপশহরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান ইসলামী ব্যাংক হাসপাতালের চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০১৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

Jhenidah-Islami-Hospital-Pi

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের উপশহরপাড়া এলাকায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্য নাশকতার আশঙ্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রীড়া বিভাগের উপ পরিচালক ও হাসপাতালের পরিচালক আ ন ম সাইদুর রহমান, হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সরকারী কর্মকর্তা ড. শাহাদৎ হোসেন, হাসপাতালের মার্কেটিং অফিসার আজমির জোহা, ম্যানেজার (এও) নুরুজ্জামান ও একটি ওষুধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভ এ বি এম শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাতে তাদেরকে ধরে নিয়ে গেলেও গ্রেফতার দেখানো হয় শুক্রবার সকালে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার উদ্দেশে পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা সবাই জামায়ত শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানায়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবী গ্রেফতারকৃত ব্যাক্তিরা কোন গোপন সভা বা মিটিং করছিলেন না। বরং প্রতিদিনের মতো তারা অফিসিয়াল কাজ করছিলেন। এ সময় ২০/২৫ জন পুলিশ এসে হাসপাতালে প্রবেশ করে তাদের নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।