প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর ‘ইসলামী সমাজকল্যাণ সংস্থার’ উদ্যোগে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত মাওলানা ক্বারী মো. আবদুল্লাহ আল-মামুন বিএসসি (অনার্স) মাইক্রোরায়োলজী চবি, কামিল (ফিকাহ) মাদ্রাসা ই-আলিয়া ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম-দ্বীন উদীয়মান তরুণ আলোচক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা মুফতি আলকমা বিন জাফর, খতিব শাহে জামে মসজিদ ভাটারা গুলশান ঢাকা। বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা মো. জিসমুল হাসান জিসান, খতিব পাবলিক হেলথ্ জামে মসজিদ ঝিনাইদহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাঈদ, ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মানুনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ আলম।