ঝিনাইদহের আসান নগর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্য ঝাপান খেলা অনুষ্ঠিত

বদরগঞ্জ অফিস ঃ গতকাল ঝিনাইদহ সদরের সাধুহাটী ইউনিয়নের আসান নগর গ্রামে, গ্রাম বাংলার ঐতিহ্য ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। জাক জমকের সহিত অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক সাপুড়ে দল প্রতিযোগিতার মধ্যদিয়ে এই খেলা শেষ হয়। খেলাটি আসান নগর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী দেবী মা মনসার পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেওয়া ৪ টি দলের মধ্যে প্রথম ও দ্বিতীয় বিজয়ী দলের মধ্যে নগত টাকা পুরুস্কার দেওয়া হয়। খেলাটির সার্বিক পৃষ্ঠপোষকতা সহ পরিদর্শন করেণ, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন সহ ইউ-পি সদস্য গন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয় বংকিরা ক্যাম্পের পুলিশ উপস্থিত ছিলেন।