জয়রামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
- আপলোড টাইম : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৩৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জয়রামপুর বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝিনাইদহ জেলার পাগলাকানাই এলাকার আমিনুলের ছেলে রেজা (২০), একই এলাকার হায়দারের ছেলে রিপন (১৯), আক্তার হোসেনের ছেলে সাজিদ হোসেন (১৮), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ার ইরানের ছেলে আশিক (১৮) ও সাইদুর রহমানের ছেলে রাসেল (২২)। এর মধ্যে সাজিদ, আশিক ও রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল বিকালে দর্শনাগামী ও চুয়াডাঙ্গাগামী দুই মোটরসাইকেল দ্রুত গতিতে যায়। জয়রামপুর বটতলা নামস্থানে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী গুরুতর জখম হয়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা সবাইকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।