শিরোনাম:
জয়রামপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ২
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৩৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে জয়রামপুর দোহার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের ঈদগাপাড়ার মখলেছুর রহমানের ছেলে সাগর (২৪), সদর উপজেলার সাতগাড়ি গ্রামের আ. মোমিনের ছেলে সামাদ (২৩)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল দুপুরে পণ্যবাহী একটি সিএনজি দর্শনায় যাচ্ছিল। পথিমধ্যে জয়রামপুর দোহার মোড়ে পৌছালে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি তে থাকা সাগর ও সামাদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ট্যাগ :