চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩

জোর করে নির্বাচন করতেই আরপিও সংশোধনী: ফখরুল

নিউজ রুমঃ
জুলাই ৬, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:
ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীকে ‘সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংশোধনীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ‘আরপিও সংশোধনী সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এই সংশোধনীর মধ্য দিয়ে সরকার আবারও প্রমাণ করল যে তারা জোর করে এবং তাদের মতো করেই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়।’
গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার পতনে শিগগির চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘একটা কথা নিশ্চিত, এবার যে আন্দোলন হবে, সেই আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষ সম্পৃক্ত হবে, জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। লক্ষ্য একটাই–এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা ৩৬টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন পর্যন্ত আন্দোলন করে চলেছি। এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে অতিশিগগিরই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।