চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জেলার শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২২, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আমিনুল ইসলাম অপু মোল্লা জেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২২ বাছাই পর্বে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হয়েছিলেন। তিনি বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন। স্কুলের উন্নয়নে সবসময় ভূমিকা রেখে চলেছেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে সরকারি স্কুলের সদস্য ছিলেন। তার এই সাফল্যে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহা. আমিনুল ইসলাম (অপু মোল্লা) কে বিদ্যলয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, এসএমসির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষকমণ্ডলী। উল্লেখ, আমিনুল ইসলাম অপু আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।