আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আমিনুল ইসলাম অপু মোল্লা জেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২২ বাছাই পর্বে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হয়েছিলেন। তিনি বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন। স্কুলের উন্নয়নে সবসময় ভূমিকা রেখে চলেছেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে সরকারি স্কুলের সদস্য ছিলেন। তার এই সাফল্যে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহা. আমিনুল ইসলাম (অপু মোল্লা) কে বিদ্যলয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, এসএমসির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষকমণ্ডলী। উল্লেখ, আমিনুল ইসলাম অপু আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি।