দামুড়হুদা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান হাতুড়ে ডাক্তার মোশারফকে তাঁর ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে থেকে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে মোশারফ হোসেন কোনো অনুমোদন ছাড়ায় এলাকায় ডাক্তারি করে আসছিলেন। এছাড়া তিনি তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখতেন। ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোশারফ হোসেনকে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ সালের ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সেইসাথে ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় মেয়াদোর্ত্তীণ সব ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়। একই দিনে উপজেলার বিষ্ণপুর এলাকার সুজন আলি ও আতিয়ার রহমানকে তাদের দোকানে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলি ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।