‘জুয়ার’ গ্রাম বেলগাছী

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী পূর্বপাড়ার প্রতিনিয়ত বসছে জুয়ার আসর। রাতের আঁধারে কখনো বাঁশবাগানে আবার কখনো মেহগনি বাগানে চলছে এ আসর। জুয়া খেলে সর্বশান্ত হচ্ছে এক শ্রেণির জুয়াড়ী। তাই জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বিভিন্ন বাঁশঝাড় ও বাগানে প্রতিনিয়ত বসছে জুয়ার আসর। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ীরা এসে রাতের আঁধারে বাঁশবাগানে হালকা আলো জ্বালিয়ে রাতভর চালিয়ে যাচ্ছে তাসের জুয়ার বোর্ড। জুয়াড়ীরা সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা জুয়া আসরে শেষ করে বাড়িতে ফিরছেন শূন্য হাতে। ফলে নেমে আসছে তাদের সংসারে অশান্তির আগুন। জুয়ার টাকা যোগাতে হয়ত একসময় এসব জুয়াড়ীরা বেছে নেবে চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
এলাকাবাসী জানান, রাতের আঁধারে বিভিন্ন গ্রাম থেকে আসা জুয়াড়ীরা রাতভর চালিয়ে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ড। সকালে বাগানে গেলে পড়ে থাকতে দেখা যায় গাঁজা সেবনের সরঞ্জাম ও সিগারেটের পোড়া অংশ। তাদের দাবি, প্রশাসন যত দ্রুত সম্ভব এই জুয়ার আসর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বেল্টুর সাথে কথা হলে তিনি জানান, ‘আমরা এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রাখতে বদ্ধপরিকর। কিন্তু কিছু বাইরে থেকে আসা ও এই গ্রামের কতিপয় ব্যক্তির যোগসাজসে এই সমস্ত জুয়া খেলা চলছে। বিষয়টি পুলিশকে অবহিত করব।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গা থানাধীন বেলগাছী পূর্বপাড়ার একটি বাঁশবাগানে জুয়ার আসর সম্পর্কে জানতে পেরেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।