হাসাদাহ (জীবননগর) প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের হাসাদাহ বাজার সংলগ্ন বালিগর্তপাড়ায় গতকাল রকিব উদ্দিন আহম্মেদ (৫৫) নামের একব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মহেশপুর থানার গাড়াবাড়িয়া গ্রামের মৃত এরশাদ মল্লিকের ছেলে রকিব উদ্দিন হাসাদাহ গ্রামের বালিরগর্ত পাড়ায় আজ থেকে প্রায় ২৫ বছর আগে ইদ্রীস আলীর মেয়ে রেনু খাতুনের (৪০) সাথে বিয়ে করে ঘর জামাই হিসেবে এখানেই বসবাস করেন। মৃত রকিবউদ্দিনের দুই মেয়ে এক ছেলে। এই বিষয়টি নিয়ে মহল্লাবাসীর সাথে কথা বললে তারা আমাদেরকে জানান যে, গতরাত আনুমানিক ৯টার দিকে তাদের বাড়িতে পারিবারিক সমস্যা নিয়ে তার স্ত্রী ও সন্তানদের সাথে রকিব উদ্দিনের কথা কাটকাটি হয়। পরে আমরা সকাল হলে শুনতে পায় আমাদের পার্শ্ববর্তী মাঠের মেহগনী গাছের ডালের সাথে নিজের মাফলার পেছিয়ে গলায় ফাঁস দিয়ে রকিব উদ্দিন ঝুলে আছেন। পরে গ্রামবাসীর সহোযোগিতায় লাশটি নামিয়ে জীবননগর থানায় সংবাদ দেওয়া হয়। সেই সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই কিশোর কুমার ও এসআই আব্দুল হাইসহ দুইজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে পৌছান। উক্ত বিষয়টি নিয়ে এসআই কিশোর কুমারের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানান যে, প্রথমে আমরা এসে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে কথা বললে তারা বলেন তার পেটের সমস্যা ছিল এই কারনে সে আত্মহত্যা করেছে। কিন্তু পরে আমার লাশ নিয়ে সন্দেহ হওয়ায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে একটা অপমৃত্যু মামলা দায়ের করি যাহার মামলা নং ২৬/২০১৬ মামলা দায়েরের পরে লাশটি ময়না তদন্ত রিপোর্টের জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হয়। তিনি বলেন যে, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।