হাসাদাহ (জীবননগর) প্রতিনিধি: গত ৩০শে অক্টোবর রবিবার রাত্রে হাসাদাহ মাঝ পাড়ায় ইছা হক মন্ডলের ছেলে নজরুল ইসলাম এর ১০ কাঠা জমির ফুলের বাগান পূর্ব শত্র“তার জের ধরে রাতের আধারে কে বা কারা কেটে সাবাড় করে দেয়। বাগান মালিক প্রতিদিনের মত ঐ দিন সকালে ফুল তোলার উদ্দেশ্য তার নিজ ফুল ক্ষেতে যান এবং তিনি দেখেন যে, তার ক্ষেতের সমস্ত গাছ দুবৃত্তরা রাতের আধারে কেটে দিয়েছে। এই ব্যাপারে চাষী নজরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন যে, আমার সাথে কারো কোন শত্র“তা নেই। কিন্তু কেন জানিনা কে বা কারা আমার এই ক্ষতি করল। তিনি আরো বলেন যে, আমি ৪ বিঘা বাতাবি লেবুর বাগান করেছি এ বছর আমি সেখান থেকে প্রায় ১ লক্ষ টাকার লেবু বিক্রি করেছি হয়তবা এটাই আমার জীবনের কাল হয়ে দাড়িয়েছে। কারন একজনের ভালো আরেকজন সহ্য করতে পারেনা। তিনি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ক্ষতিটা করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তর জীবননগর শাখা ও এলাকার সূধী সমাজের প্রতি আকুল আবেদন জানান। তার এই ক্ষতির জন্য তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।