প্রতিবেদক, উথলী:
করোনাভাইরাসের বিস্তার রোধে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের একাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জীবননগর থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনটি বাড়িতে যেয়ে এই কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ঢাকা থেকে আগত বেশ কিছু লোকজন সেনেরহুদা গ্রামে প্রবেশ করেছে। গ্রামে প্রবেশ করে সেনেরহুদাসহ পুরো জীবননগর উপজেলাকে আতঙ্কের মধ্যে ফেলেছে। যারা বাইরে থেকে এসেছে, তারা ঘরে থাকলেও তাদের পরিবারের অন্য সদস্যরা অবাধে ঘুরে বেড়ানোর কারণে মানুষজন চিন্তিত হচ্ছে। সেনেরহুদা গ্রামে ঢাকা থেকে একাধিক ব্যক্তির প্রবেশের খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে থানার এএসআই কামরুজ্জামান ও এএসআই আসাদুজ্জামান ওই সব বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারকে আপাতত ১৪ দিন ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ করেছেন।
