জীবননগর সাহিত্য পরিষদের সাহিত্য সাময়িক পত্রিকার মোড়ক উন্মচন

DSC00588

জীবননগর অফিস: জীবননগর সাহিত্য পরিষদের সদস্যদের ঈদ পূর্নমিলনী ও সাহিত্য সাময়িক পত্রিকার মোড়ক উন্মচন করা হয়েছে । গতকাল বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে সোয়েব দরবেশের সভাপতিত্বে জীবননগর সাহিত্য পরিষদের সকল সদস্যদের ঈদ পূর্নমিলনী সও সাহিত্য সাময়িক পত্রিকার মোড়ক উন্মচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত জীবননগর সাহিত্য পরিষদের উপদেষ্ঠা সাবেক শিক্ষক নজরুল ইসলাম ,কাজী বদরউদদ্দোজা ,মিরজাহান আলী ,ডাঃ শাহিনুর হায়দার, আ.ওয়াহেদ বিশ্বাস, প্রভাষক মুন্সী আবু সাইফ মুকু, নিলুফার ইয়াসমিন রানী, সাজেদা খাতুন সহ সকল সদস্য এ সময় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নাজমুন নাহার রিম, ছায়াময়ী, আশারফুল নাহার শোভা, বজলুর রহমান, রাব্বেল হোসেন মালিতা, শফিকুল ইসলাম রাজু,হারন অর রশিদ, কবির আলম বপল, সনু মোল্লা,পিয়াস খন্দকার, শেখ নজরুল ইসলাম, আজিজ হোসেন, খলিলুর রহমান ও নজরুল ইসলাম । উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খলিলুর রহমান ।