জীবননগর রায়পুরে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘এসো বন্ধু খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানে ‘বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’র জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের মনোনয় প্রত্যাশী আলহাজ¦ মো. সাদিকুর রহমান বকুল।
প্রধান অতিথির বক্তব্যে বকুল বলেন, রায়পুর ইউনিয়নের মানুষ যে এতটাই ফুটবলপ্রেমী এখানে না আসলে তা কখনই বুঝতে পারতাম না। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটি কথায় বলবো আর তা হচ্ছে এই যে, মাদকের নীল ছোবলে আপনার আমার সন্তানকে আর নীল হতে দেয়া যাবেনা। যারা মাদক বিক্রি করে, যারা মাদকের পৃষ্টপোষকতা করে তারা সংখ্যায় খুব বেশী মানুষ নয়। কিন্তু তারা সঙ্গবদ্ধ। আর আপনারা সংখ্যায় অনেক হলেও সংগবদ্ধ নন। একারণেই মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারেন না।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি গোলাম আজম পিনা, সহ-সভাপতি মোক্তার হোসেন মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারিক আজিজ নয়ন, সহ-সাংগঠনিক এম এ পলাশ, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জীবননগর উপজেলা কমিটির সভাপতি আবুল বাশার মাষ্টার, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাহেব মাস্টার, জীবননগর পৌর সভাপতি আব্দুল কুদ্দুস, রায়পুর ইউনিয়ন কমিটির সভাপতি আশাদুল হক, সহ-সভাপতি মোস্তফা রহমান, সাধারণ সম্পাদক মিঠুন হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল-মামুন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় কুমার, প্রচার সম্পাদক আশাদুল, কার্যনির্বাহী সদস্য সবুজ, আকিমুল, রিপনসহ উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রশিদ, মেম্বর আব্দুল হান্নান, আব্দুল লতিফ, আব্দুল মান্নান। খেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেহেদী হাসান, ইমরান, তারেক, নূরু, টিটন প্রমূখ। ফাইনাল খেলায় ২টি দল অংশগ্রহণ করেন। ৩নং ওয়ার্ড কামারপাড়া/কেষ্টপুর বনাম ৮নং ওয়ার্ড নতুন চাকলা। এতে ৩নং ওয়ার্ড ১-০ গোলে জয়লাভ করে উপজেলা পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেন।
অপরদিকে, জীবননগর সীমান্ত ইউনিয়নে চলমান খেলায় ৪টি দল অংশগ্রহণ করেন তার মধ্যে ৫নং ওয়ার্ড হরিহরনগর বনাম ২নং ওয়ার্ড গোয়ালপাড়া অংশগ্রহণ করে। এ খেলায় ৫নং হরিহরনগর ২-০ গোলে জয়লাভ করে। ১নং গয়েশপুর বনাম ৬নং বেনীপুর অংশগ্রহণ করে। এতে ১নং গয়েশপুর ১-০ গোলে জয়লাভ করে। আজ সীমান্ত ইউনিয়ন এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়নে নিয়মিত খেলা চলবে।