
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুরে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় রায়পুর ইউনিয়নের দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি সমৃদ্ধি কর্মসূচির আওতায় আরআরএফ অফিসের আয়োজন করা হয়। ইউনিয়নে ২০৮ জন নারী-পুরুষকে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেন ডা. পিকে পোর্দ্দার ও অনিক কুমার সাহা। চক্ষু ক্যাম্পের সহযোগিতায় ছিল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশন (আরআরএফ)। এসময় চোখে ছানিপড়া ৩১ জন নারী ও পুরুষ রোগীদের যশোর আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে অপারেশন করার জন্য বিশেষ বাসযোগে নিয়ে যায়। চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী শেখ, সমৃদ্ধি কর্মসৃচির রবীন্দ্রনাথ সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম।