নিজস্ব প্রতিবেদক: মাদক ছাড়ো, ছক্কা মারো এই স্লোগানকে সামনে রেখে প্রাইড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং সেন্টারের আয়োজনে মনোহরপুরে ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনালে মনোহরপুর নাইট রাইডার্স জয়ী হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে দু’দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন মনোহরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন খাঁন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওবাইদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বদর উদ্দীন মল্লিক, প্রাইড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং সেন্টারের পরিচালক মাসুদ পারভেজ রানা, ওলিয়ার মল্লিক, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, টেংরা ও ছাত্রনেতা সাইফুল। এছাড়া উপস্থিত ছিলেন সুমন, শিমূল, সাইদ, হিরো, সফিক, চয়ন, রিফাত, সবুজ, শাওন প্রমূখ। খেলাটি সার্বিক পরিচালনা করেন খালিদ ও জনি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় এ আর ডাবলু।