জীবননগর অফিস:
জীবননগর উপজেলা বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জীবননগর দত্তনগর সড়কে অবস্থিত এ্যানি এন্টারপ্রাইজের অফিসকক্ষে এ কমিটি গঠন করা হয়। বীজ ও সার ডিলার সামসুল হুদার সভাপতিত্বে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে সুফলা বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী রাজেদুল ইসলামকে সভাপতি ও রোহান ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাংবাদিক আকিমুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মত্তাদির শাওন, কোষাধ্যক্ষ সাংবাদিক মামুন উর রহমান, নির্বাহী সদস্য সামসুল হুদা, জহির উদ্দীন, সাবু, শরিফুল ইসলাম ও লিয়াকত আলী।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত