জীবননগর অফিস:
জীবননগর উপজেলা বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জীবননগর দত্তনগর সড়কে অবস্থিত এ্যানি এন্টারপ্রাইজের অফিসকক্ষে এ কমিটি গঠন করা হয়। বীজ ও সার ডিলার সামসুল হুদার সভাপতিত্বে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে সুফলা বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী রাজেদুল ইসলামকে সভাপতি ও রোহান ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাংবাদিক আকিমুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মত্তাদির শাওন, কোষাধ্যক্ষ সাংবাদিক মামুন উর রহমান, নির্বাহী সদস্য সামসুল হুদা, জহির উদ্দীন, সাবু, শরিফুল ইসলাম ও লিয়াকত আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।