
জীবননগর অফিস:
জীবননগর বাজার রাস্তা প্রশস্ত করণ পরিদর্শন করেছের চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর থানা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জীবননগর পৌর শহর যানজট মুক্ত রাখার জন্য এবং সাধারণ পথচারীদের নিরাপদে যাতায়াতের জন্য জীবননগর মেইন বাসষ্ঠান্ড থেকে পৌর শহরের শেষ সীমান্ত পর্যন্ত রাস্তা পরিদর্শন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল প্রমুখ।