চুয়াডাঙ্গা শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬

জীবননগর বাজারের মাদক ব্যবসায়ী স্বপনের মদের দোকান উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ব্যবসায়ীদের গণস্বাক্ষর

সমীকরণ প্রতিবেদন
নভেম্বর ৪, ২০১৬ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

tu

জীবননগর অফিস: জীবননগর বাজারের তরফদার নিউ মার্কেটের ব্যবসায়ীগণ বাজারের মাদক ব্যবসায়ী স্বপনের মাদকব্যবসা বন্ধসহ মদের দোকান উচ্ছেদের দাবিতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ করেছেন। জীবননগর বাজারের প্রায় শতাধিক দোকান ব্যবসায়ীগণ গণস্বাক্ষর করে মদের  দোকান  উচ্ছেদের অভিযোগ করেন। অভিযোগ পত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, জীবননগর বাজারের চ্যাংখালী রোর্ড সংলগ্ন তরফদার নিউমার্কেটে বেশ কয়েকটি ব্যাংক রয়েছে। তাছাড়া এই মার্কেটের পাকা রাস্তা সংলগ্ন বহু অভিজাত গার্মেন্টস, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, জুতা, ফাস্টফুড ও ঔষধের দোকান রয়েছে। এ সমস্ত দোকান গুলোতে প্রতিনিয়িত কাস্টমারের ভীড় লেগে থাকে। এই মার্কেটের আসাদ ক্লথ ও ওড়না ঘরের পাশে তরফদার নিউ মার্কেটের পূর্ব প্রান্তে আ.মজিদ মিয়ার বাস ভবনের পশ্চিম পাশে জীবননগর দৌলৎগঞ্জ সরকারী প্রাইমারী স্কুলপাড়ার শ্রী স্বপন কুমারের মদের দোকান অবস্থিত। এই মদের দোকানে দিন-রাত সমান তালে প্রকাশ্য মদ বিক্রি হয়ে থাকে। প্রকাশ্য এই মদ বিক্রি করার ফলে মাদকাসক্তরা এসে মদ্যপান করে মাতাল অবস্থায় অপ্রকৃতিস্থ অবস্থায় অশ¬ালীন গালিগালাজ ও অসভ্য আচরণ করার ফলে মার্কেটের সুস্থ্য ও কাঙ্খিত পরিবেশ নষ্ট হচ্ছে। তাই বাজারের সকল ব্যবসায়ীগণ মদের দোকানটি অপসারণ করতে এবং যুব সমাজটাকে রক্ষা করাসহ বাজারের সর্ববৃহৎ মার্কেটের কাঙ্খিত পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে এ ব্যাপারে স্বপনের সাথে কথা বললে তিনি বলেন আমি দিনের বেলা অথবা রাতের আধারে কোন মাদক সেবীর কাছে মদ বিক্রি করিনা। এমনকি যুব সমাজ ধ্বংশ হবে এমন কোন কাজ করিনা আমি যাদের মদ খাওয়ার লাইসেন্স আছে শুধু মাত্র তাদের নিকট মদ বিক্রি করি। তিনি আরও বলেন যেখানে আমার দোকান সেখানে একটি বাথরুম ছিল সেই বাথরুমটি যেখানে স্থাপিত সেই জমির মালিকগন বাথরুমগুলো ভেঙ্গে ফেলেছে সেই কারণে পাশের  ব্যবসায়ীরা  ভুল বুঝে আমার নামে মিথ্য অভিযোগ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।