
জীবননগর(বাঁকা)ইউনিয়ন প্রতিনিধি: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বেশিরভাগই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।র্দীঘদিন রাস্থাগুলো সংস্কার না করা আর সম্প্রতি অতি বর্ষনের কারণে এ অবস্থা হয়েছে । রাস্তার দুরাবস্থার কারণে প্রতিনিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা । কিন্তু কতৃপক্ষের কোন টনক নড়ছে না । বাঁকা ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড ঘুরে দেখা গেছে সুটিয়া ,বাঁকা ,পাথিলা,মিনাজপুর ,মুক্তারপুরসহ গুরুত্বপুর্ন রাস্তাগুলোর করুণ দশা চোখে পড়েছে । এসব রাস্তা নির্মান,সংস্কার ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব এলজিইডির থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন। এদিকে বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা বলেন সুটিয়া গ্রামের মানুষের রাস্তায় চলাচল করতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কারণ রাস্তার পাশে আতিয়ার মিয়া পুকুর তৈরি করায় পুকুরের পাশে কোন গাইড দেয়াল না দেওয়ায় রাস্তার মাটি ভেঙ্গে পুকুরের ভিতরে পড়ে যাচ্ছে। যার ফলে একটু ভারী বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করতে সাধারন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতে হচ্ছে ।এ ব্যাপারে বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান বাবলুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন আমার ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়েছে । দীর্ঘদিন রাস্তা সংস্কার না করা এবং সম্প্রতি কয়েকদিন আগে অতিবৃষ্টির কারণে রাস্তাগুলো ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান রাস্তাগুলোতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা । তবে আমি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছি, আশাকরি খুব শীঘ্রই রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।