জীবননগর পৌর শহরে স্থাপিত ২৪টি সিসি ক্যামেরায় নষ্ট

জীবননগর অফিস:
জীবননগর পৌর এলাকায় ২৪টি সিসি ক্যামেরাই এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট। তাই বন্ধ রয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে শহর তদারকির কার্যক্রম। জানা গেছে, ২০১৭ সালে জীবননগর পৌরবাসী এবং ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে পৌর মেয়র জাহাঙ্গীর আলম নিজ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করেন। এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌরবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা চোরের উপদ্রব থেকে কিছুটা হলেও মুক্তি পায়। তবে গত এক বছর যাবত পৌর এলকার সব সিসি ক্যামেরা নষ্ট হয়ে পড়ে আছে। অথচ এই নষ্ট ক্যামেরাগুলো মেরামত বা নতুন করে সিসি ক্যামেরা স্থাপনে কারো কোনো মাথা-ব্যথা নেই। জীবননগর পৌরসভার তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা তুষার আহম্মেদ বলেন, ‘পৌর শহরে যে সব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল তার অনেকগুলো ক্যামেরা নষ্ট হওয়ায় মেরামতের জন্য খুলে রাখা হয়েছে। করোনার কারণে মেরামত করা সম্ভব হয়নি। অতিদ্রুত এই সমস্যার সমাধান হবে’