
জীবননগর অফিস: জীবননগর পৌর সভায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ভাতার কার্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর পৌর সভার কার্যলয়ের সামনে জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর সভার ১০৮জন দরিদ্র প্রতিবন্ধী কার্ড, বিধবা ভাতা ও বয়স্ক ভাকার কার্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান, প্যানেল মেয়র ২ সোয়েব আহম্মেদ অঞ্জন, পৌর সচিব জায়েদ হোসেন, কাউন্সিলার আবুল কাশেম, খন্দকার আলী আজম, আফতাব হোসেন, হযরত আলী, আপিল উদ্দিন, মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, বিউটি খাতুন, পরিছন বেগম সহ জীবননগর পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।