জীবননগর অফিস: দুই দিনের টানা বৃষ্টিতে জীবননগর পৌর সভার ৭নং ওর্য়াডের রাস্তাগুলোর বেহাল দশা রাস্তার উপরে হাটু পানি জমায় সাধারন মানুষ চরম দুর্ভোগের শিকার। জানা গেছে জীবননগর পৌর সভার বিভিন্ন ওর্য়াডে ড্রেনেজের সংস্কার না করায় একটু ভারী বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি জমে থাকায় এলাকার সাধারন মানুষের যেন দুর্ভোগের শেষ হয়না বিশেষ করে জীবননগর পৌর সভার ৭নং ওর্য়াডের ড্রেনেজের একেবারেই করুন অবস্থা। এ ব্যাপারে জীবননগর পৌর সভার ৭নং ওর্য়াডের সাধারন মানুষের সাথে কথা বললে তারা বলেন পৌর সভার সাবেক মেয়র নোয়াব আলী থাকার সময় একটু বৃষ্ঠি হলেই ড্রেন দিয়ে পানি বের হতে না পারাই এলাকার সাধারন মানুষ গেলে তিনি ড্রেনটি সংস্কারের জন্য প্রতিশ্র“তি দেন। তার কিছুটা কাজ হলেও যে কোন কারন বসত কাজটি সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় সে কারনে একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগের শিকার হতে হয় পৌর সভার ৭নং ওর্য়াডবাসীর তাই এলাকাবাসী জীবননগর পৌর সভার মেয়র মহোদয়ের সুদৃষ্ঠি কামনা করছে ।