জীবননগর পুলিশের অভিযানে মাদক সম্রাট জোনাব আটক

জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক সম্রাট উথুলী ইউনিয়নের আমতলা গ্রামের জামাত আলীর ছেলে জোনাব আলীকে গতকাল সন্ধ্যায় এসআই নাহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এই জোনাব আলী মাদক ব্যবসায় অত্র এলাকায় রাম রাজ্যত্ব কায়েম করেছে বলে এলাকাবাসি জানায়। বেশ কিছুদিন ধরে জীবননগর থানা পুলিশ তাকে ধরতে অভিযান অব্যহত রাখার এক পর্যায়ে গতকাল তাকে আটক করে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে।