জীবননগর পুরাতন তেতুলিয়ায় জমির জন্য আদালতে মামলা করায় বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী : চাঁদা দাবি
- আপলোড টাইম : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৩৫৭ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ড পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত রমজান মন্ডলের পুত্র ইসমাইল হোসেন বাদল (৪২) তার পিতার নিকট ১৪শতক জমি পৈত্রিক সূত্রে পান। এখানে ইসমাইলের প্রতিবেশী জরিনা খাতুন ঐ জমি দাবী করেন। ইসমাইল উপায়ন্তর না পেয়ে আদালতে ২টি মামলা দায়ের করেন। যাহার নং দেং-২৯/১৬ ও পিটিশন ৩৪৮/১৬ মামলা ২টি বিচারাধীন। অভিযোগকারী বলেন উক্ত মামলার বিষয় নিয়ে বিবাদী এবং তাহার সাথে থাকা সন্টু সোবাহান, মোহাম্মদ আলী, ইসলামসহ অজ্ঞাত আরও ২/৩ জন গত ২/০৩/২০১৭ খ্রি. তারিখে রাত অনুমান ৮.৪৫ মিনিট এর সময়ে আমার বাড়ীর ভিতর ঢুকিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি কারণ জিজ্ঞাসা করিলে বিবাদী মোহাম্মদ আলী আকস্মিকভাবে আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে লাথি-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং বলে এখনই মামলা তুলে নিবি। আমি মামলা তুলতে রাজি না হলে বলে ৯০ হাজার টাকা এখনই দিবি। সেই সাথে অন্যান্য বিবাদী আমাকে চড়, কিল, থাপ্পড় মেরে মাটিতে ফেলে দলে দলে চটকাতে থাকে এবং মারাক্তক আহত করে। শুধু তাই নয় তারা আমাকে বাড়ী হতে বের হতে দিচ্ছে না। এমতাবস্থায় আমি অতি আতঙ্কে মধ্যে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সে যে সমস্থ অভিযোগ করেছে তা সম্পন্ন মিথ্যা, জরিনা তার ভাগনী সে জরিনার জমি ফাকি মারার জন্য চেষ্টা করে পরবতীতে তার নামে গ্রামে বিচার করা হয় এবং তাকে বলা হয় তোমার যতটুকু জমি আছে তুমি নিয়ে নাও আর বাকি টুকু ছেড়ে দাও এবং কোট থেকে যে মামলা করেছো তা তুলে নাও কিন্তু সে রাজি হয় না। সে সময় তাকে একটা চড় মারা হয় ।