জীবননগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

DSC00958

জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে মাহিন্দ্রাট্রাক্টরের বডিতে থাকা ২৪ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার। থানা সুত্রে জানা গেছে গতকাল শনিবার দুপুর ১টায় জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে জীবননগর উপজেলার শিয়ালমারী বাজারে একটি মাহিদ্র ট্রাক্টরের তল্ল¬াশী করে এবং তার ট্রাক্টরের বডিতে ২৪বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিলসহ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বিষনদীয়া চরপাড়ার আঃ মালেকের ছেলে জাহাঙ্গীর আলমকে (২৮) থানায় নিয়ে আসে এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে যার নং ১২/১৬ এদিকে থানা সুত্রে আরও জানা গেছে জাহাঙ্গীরের নামে এর আগেও জীবননগর থানায় ৭শ ২৫বোতল ফেন্সিডিলের একটি মামলা আছে যার নং-১৪।