
জীবননগর অফিস: জীবননগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলার আলীপুর গ্রামে আপেল কুলের বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টায় সময় মুজিবনগর সমম্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রযুক্তি গ্রাম হিসাবে আলীপুর গ্রামে রাস্তার দু‘পাশে বাশের তৈরি খাছাসহ ১৫০টি আপেল কুলের বৃক্ষ রোপন করা হয়েছে। এ সময় গ্রাম বাসিকে ফলজ বৃক্ষ রোপনের প্রতি উদ্ভুদ্ধ করার জন্য এই উদ্দ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। বাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, মিনাজপুর ব্লকের উপ-সহকারি মোঃ আলমগীর হোসেন ও সহোযোগিতায় ছিলেন, আলীপুর গ্রামের রাজু আহম্মেদ, আলমগীর দর্জি, বাবলু, সুমন, বিজিবি সদস্য মিন্টু ব্যাপারী শাহজালাল প্রমুখ।