জীবননগর ও মেহেরপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর ও মেহেরপুরে নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে জীবননগর প্রেসক্লাব ও মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক কালবেলার জীবননগর উপজেলা প্রতিনিধি মুতাছিন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, অনলাইন প্রবাহ বার্তার সম্পাদক আবদুল্লাহ এবং জীবননগর পত্রিকার পরিবেশক জাকির হোসেন লিটন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পত্রিকার জগতে নতুন হলেও সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনার মাধ্যমে কালবেলা প্রিন্ট ও মাল্টিমিডিয়ায় মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি, সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসহায়, বঞ্চিত মানুষের সংবাদ প্রকাশ করে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুনসি খোকন, রিপন হোসেন, আজিজুর রহমান ডাবলু, মেহেদী হাসান সম্রাট, ওমর ফারুক, তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।
এদিকে, মেহেরপুরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সউদ কবির মালিক, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু। সভায় বক্তব্য দেন, অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মাহবুব চান্দু, রিপতি কুমার বিশ্বাস প্রমুখ।