
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা চোরাচালান প্রতিরোধ এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, জীবননগর উপজেলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন উথলী বিওপি কমান্ডার মিজানুর রহমান, মাধবখালী কোম্পানী কমন্ডার সুবেদার মহিউদ্দীন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার চায়না খাতুন। সভায় সম্প্রতি উপজেলায় দিনের বেলায় বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি, ১৬ মার্চ উপজেলার ৬টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।