জীবননগর উথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীকে ক্রেস্ট প্রদান

sfrtr4t

জীবননগর(উথুলী )প্রতিনিধি: জীবননগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল মা সমাবেশ। জানা গেছে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলার উথুলী সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি  ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে উথুলী সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে ছাত্র /ছাত্রী ও অভিভাবকদের নিয়ে  মা  সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়পাটির নেতা ও বিশিষ্ট সমাজে সেবক আবুল হাসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিডাকের নির্বাহী পরিচালক আ. মান্নান পিন্টু, ওর্য়াড আ.লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি সালমা নার্গিস, ম্যানেজিং কমিটির সদস্য আশকার আলী, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আতিকুর রহমান, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান প্রমুখ। গত ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মননা সরূপ ক্রেস্ট প্রদান করা। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েব হোসেন দরবেশ ।