
জীবননগর (উথুলী) প্রতিনিধি: জীবননগরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল মা সমাবেশ। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি প্রদীপ আহম্মেদ সোহেলের সভাপতিত্বে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আতিকুর রহমান, শিক্ষক মিল্টন হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক স্বপন হোসেন।