প্রতিবেদক, উথলী:
মাদক থেকে এলাকার যুব সমাজকে দূরে রাখতে ও ফুটবল প্রেমী দর্শকদের বিনোদন দিতে নিয়মিত ফুটবল খেলা অনুশীলন অব্যাহত রেখেছে জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠের খেলোয়াড়রা। অনুশীলন ছাড়াও প্রায়ই আয়োজন করা হয় পার্শ্ববর্তি কোনো ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল শনিবার বিকালে উথলী হাইস্কুল ফুটবল মাঠে উথলী ফুটবল একাদশ বনাম পলিয়ানপুর (মহেশপুর) ফুটবল একাদশ এর মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এই খেলায় উথলী ফুটবল একাদশ ২/১ গোলের ব্যাবধানে জয়লাভ করে। খেলার শুরুতে সফরকারী পলিয়ানপুর ফুটবল একাদশ ০১ গোলে এগিয়ে থাকে। মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে তৌফিকের চমৎকার গোলে সমতায় ফেরে স্বাগতিক উথলী ফুটবল একাদশ। বিরতির পর উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে উথলী ফুটবল একাদশের খেলোয়াড় কাজি সুমন সাকিবের দুর্দান্ত গোলে উথলী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে। খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন হাসান নিলয় ও সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন বোরহান উদ্দিন ও রুবায়েত হোসেন।