জাহিদ বাবু/মিঠুন মাহমুদ জীবননগর থেকে: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে মেওয়া ফল চাষে সফলতা পেতে শুরু করেছেন যুবক রাশেদ। জানা গেছে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামে মৃত ইয়াছিন মিয়ার ছেলে মেওয়া ফলচাষী রাশেদ ইতোমধ্যেই মেওয়া ফলের বাগান করে জীবননগর উপজেলাসহ পাশ্ববর্তী এলাকার কৃষকদের তাক লাগিয়ে দিয়েছে। ৬থেকে ৭বিঘা জমিতে লাগানো মেওয়া গাছগুলোর প্রতিটিতেই প্রায় ইতোমধ্যেই ফল ধরতে শুরু করেছে। সেই ফল চুয়াডাঙ্গা জেলা শহরসহ ঢাকাতেও রপ্তানি করছে বলে জানা গেছে। তার এই ব্যতিক্রম চাষ দেখে নিজ গ্রামসহ বেশ কয়েকটি এলাকার বেকার যুবকেরা মেওয়া বাগান দেখতে ভিড় জমাচ্ছেন। এলাকার অনেক বেকার যুবক প্রতিদিন ২শ টাকা মজুরীতে কাজ করছে এই বাগানে। ফলে এলাকার অনেকের কর্মসংস্থান হয়েছে। এ ব্যাপারে মেওয়া ফল চাষী রাশেদের সাথে কথা বললে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সবজি চাষ এবং পেয়ারা বাগান করেছি। আমার এ চাষ দেখে আমাদের গ্রামের একজন আমাকে বলেন তুইতো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছিস, তুই এলাকায় একটি ভিন্ন ধরনের চাষ কর। আমি তাকে বলি ভিন্ন ধরনের কি চাষ, তখন তিনি বলেন তুই মেওয়া ফলের বাগান তৈরি কর। আমি তার কথা মত প্রথমে ৫বিঘা জমিতে থাই জাতের মেওয়া ফল গাছের প্রতিটি চারা পাবনা থেকে ৬০টাকা দরে ৪২হাজার টাকা দিয়ে সাড়ে ৬শ থেকে ৭শ চারা ক্রয় করে চারাগুলো রোপন করি। বর্তমানে প্রতিটি গাছে ২৫থেকে ৩০টি ফল ধরেছে এবং এগুলো মাঝে মাঝে ৩শ টাকা থেকে ৪শ টাকা কেজি দরে বাজারে বিক্রি করে থাকি। চাষ প্রসঙ্গে তিনি বলেন চারা রোপনের সময় মাটিতে রস আছে কিনা সে দিকে খেয়াল রাখতে হবে। যদি মাটিতে রস থাকে তা হলে মেওয়া গাছের চারা রোপন করা যাবে। এটি সম্পূর্ণ বিষমুক্ত ফল। এই চাষে একমাত্র সার ব্যবহার হয়ে থাকে। গোবর সার ও ইউরিয়া সার ছাড়া গাছের গোড়া সব সময় সুন্দর ভাবে পরিষ্কার রাখতে হবে। এমনিভাবে গাছের বয়স ৪বছর হলে অল্প অল্প করে ফল ধরা শুরু হয়।এ গাছে তেমন কোন রোগের আক্রমন দেখা না গেলেও একধরণের ভাইরাসের সংক্রামনে ৮০ভাগ ফলই নষ্ট হয়ে যায়। এই ভাইরাস নির্মূলে এখনও কোন প্রতিকার না মেলায় মেওয়া চাষীদের মাঝে একধরণের হতাশা কাজ করে। এদিকে মেওয়া চাষের পরামর্শ দিতে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আসে না বললে ভুল হবে, কৃষিকর্মকর্তারা গ্রামে আসেন ঠিকই কিন্তু এখনও পর্যন্ত আমার মেওয়া বাগানে কেউ আসেনি। তিনি আরও জানান যদি কৃষি অফিস থেকে তাকে এ চাষ সম্বন্ধে পরামর্শ ও সাহায্য সহযোগিতা করত তা হলে এর চেয়ে আরও বেশি মেওয়া বাগান তৈরি করে চুয়াডাঙ্গা জেলাসহ দেশের মানুষের কাছে একটি বিষমুক্ত সুস্বাদু ফল উপহার দিতে পারতাম। এব্যাপারে জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর সাথে কথা বললে তিনি বলেন আমাদের কৃষি অফিসের কর্মকর্তারা প্রায় প্রতিদিনি কৃষকদের বিভিন্ন চাষাবাদ নিয়ে তাদের সাথে আলোচনা করে থাকে। এই চাষের ব্যাপারে আমাদের কেউ জানায়নি এবং এই চাষ সম্বন্ধে আমাদের নিকট কেউ কোন পরামর্শ নিতে আসেনি। যেহেতু এই চাষটি আমাদের এলাকায় নতুন চাষ। সে কারনে হয়ত তেমন কারও ধারনা নেই। তবে আমরা যতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করব।
হোম আজকের পত্রিকা শেষের পাতা জীবননগর আন্দুলবাড়িয়ায় চাষ হচ্ছে মেওয়াফল কৃষকদের তাক লাগিয়ে মেওয়া চাষে সফলতা পেয়েছে...
সর্বশেষ আপডেট
বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক...
আগামী ছয় মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজছে। আমরা বুঝতে পারছি। ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে শেখ হাসিনার...
বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আল ইমরান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ...
কালীগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের...
ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জনপ্রিয় কৃষক নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়য়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির...