
জীবননগর অফিস: জীবননগর আদর্শ মহিলা কলেজ জাতীয়করণের তালিকা ভুক্ত হওয়ায় বিভাগীয় ৫সদস্যর একটি টিম কলেজ পরিদর্শন করেন। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর আদর্শ মহিলা কলেজের গভানিং বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সভাপতিত্বে জীবননগর আদর্শ মহিলা কলেজ জাতীয়করণের তালিকা ভুক্ত হওয়ায় খুলনা বিভাগের অতিরিক্ত ডিজিসহ ৫ সদস্যর একটি টিম কলেজ পরিদর্শন ও জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি আলোচনা সভা করেন । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিজি পি এম জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সহকারী ডিজি সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ, উথুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ হোসেন মির্জা, উথুলী ইউনিয়ন আয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, জীবননগর প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল কবির, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো জাহিদ বাবু, সহকারী মিথুন মাহমুদ, সাংবাদিক সালাউদ্দিন কাজল, পৌর কাউন্সিলার খন্দকার আলী আজম, ওয়াসিম রাজা, যুবলীগ নেতা আঃ সালাম ঈশা, শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান সহ কলেজের শিক্ষক, শিক্ষীকা, ছাত্রী ও সুধী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন।