

দর্শনা অফিস:
জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভা ও প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র (নৌকা প্রতীক) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্বাচনে যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়েছেন। এ জন্য দলের অভ্যান্তরে নেতা-কর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা। আলোচনা সভা শেষে এমপি আলী আজগার টগর জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উথলী ইউনিয়নের আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়নের খায়রুল বাশার শিপলু, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান, বাঁকা ইউনিয়নে আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউনিয়নে রবিউল ইসলাম রবি বিশ্বাস ও রায়পুর ইউনিয়নে তাহাজ্জত হোসেনের হাতে নৌকা প্রতীক তুলে দেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি বলেন, ‘প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন ছিল দর্শনা পৌরসভাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়নের আগেই তার অকাল মৃত্যু হয়েছে। এ স্বপ্ন বাস্তবায়নে দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র মতিয়ারের আপন ভাই আওয়ামী লীগ মনোনীত আতিয়ার রহমান হাবুকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এছাড়া দলের ভেতরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তার চরম মূল্য দিতে হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোটো, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নফর, আরিফুজ্জামান আরিফ, হায়দার আলী, কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সহসভাপতি মফিজুর রহমান, শেখ শাহাবুদ্দীন প্রমুখ।