ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

জীবননগরে ৫৩০ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ আটক-২: প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
  • / ৪৮৭ বার পড়া হয়েছে

মাদক নির্মূলে পুলিশ ও আমজনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ/এআর ডাবলু: পুলিশ জনগনের সেবা দিতে আন্তরিক রয়েছে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এ জন্য পুলিশ জনগনের পাশে রয়েছে এবং থাকবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ নির্মুলে পুলিশ ও আমজনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দর্শনা ও জীবননগর সীমান্তবর্তী এলাকা। যার ফলে এই পথটি মাদকব্যবসায়ীরা মাদকব্যবসার জন্য নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে থাকে। তবে আগের তুলনায় বর্তমানে মাদকব্যবসা অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। অনেক মাদকব্যবসায়ী আছে যারা মাদকব্যবসা ছেড়ে ভালোভাবে জীবনযাপন করতে চায়। আমরা তাদের এই সুযোগটা দিয়েছি। তবে যারা মাদকব্যবসা ছেড়ে ভালো হয়ে গেছে, তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং তাদের আটক করে কোন অর্থবাণিজ্য হলে সেই সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহনসহ মাদকব্যবসার সাথে জড়িতরা যত বড় ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, তাদের কারো ছাড় দেওয়া হবে না বলে গতকাল গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জীবননগর থানায় প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম কড়া হুশিয়ারি দেন। এসময় তিনি আরো জানান, আটককৃত দু’জন চিহ্নিত মাদকব্যবসায়ী। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজন মাদকব্যবসায়ীর নাম জানা গেছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আটক দুই মাদকব্যবসায়ীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৩০ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফেন্সিডিল ভর্তি ঢাকা মেট্রো-ট-২০-৩৭৭৬ নাম্বারের ট্রাকসহ দু’মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। এবিষয়ে প্রেস বিফ্রিং করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।
জানা গেছে, শুক্রবার ভোরে জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে জীবননগর থানার এসআই জাহিদ হোসেন, এএসআই নুরননবী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থেকে পোল্ট্রি ফিড বোঝাই একটি ট্রাক ফেন্সিডিল নিয়ে জীবননগরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে পৌর শহরের লক্ষীপুর ব্রিজের উত্তরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষন পরে দর্শনা থেকে ছেড়ে আশা সন্দেহভাজন একটি ট্রাক থামালে গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা আনোয়ারপুর কেরুপাড়ার সৈয়দ আলীর ছেলে ডালিম (২০) ও একই গ্রামের মালেকের ছেলে জুবায়েরকে (৩০) মালামালসহ ট্রাক আটক করে।
এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদে জানতে পারি শুক্রবার ভোরে দর্শনা থেকে একটি ট্রাকে পোল্ট্রি ফিডের মধ্যে ফেন্সিডিল নিয়ে নোয়াখালী যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর লক্ষীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ৫৩০ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বস্তা সুয়াবিনের ভূষিমাল উদ্ধার করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি বিশেষ ক্ষমতা আইন -১৯৭৪ এর বি (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
জীবননগর থানায় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, এএসপি শরিফুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ৫৩০ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ আটক-২: প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান

আপলোড টাইম : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮

মাদক নির্মূলে পুলিশ ও আমজনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ/এআর ডাবলু: পুলিশ জনগনের সেবা দিতে আন্তরিক রয়েছে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এ জন্য পুলিশ জনগনের পাশে রয়েছে এবং থাকবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ নির্মুলে পুলিশ ও আমজনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দর্শনা ও জীবননগর সীমান্তবর্তী এলাকা। যার ফলে এই পথটি মাদকব্যবসায়ীরা মাদকব্যবসার জন্য নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে থাকে। তবে আগের তুলনায় বর্তমানে মাদকব্যবসা অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। অনেক মাদকব্যবসায়ী আছে যারা মাদকব্যবসা ছেড়ে ভালোভাবে জীবনযাপন করতে চায়। আমরা তাদের এই সুযোগটা দিয়েছি। তবে যারা মাদকব্যবসা ছেড়ে ভালো হয়ে গেছে, তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং তাদের আটক করে কোন অর্থবাণিজ্য হলে সেই সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহনসহ মাদকব্যবসার সাথে জড়িতরা যত বড় ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, তাদের কারো ছাড় দেওয়া হবে না বলে গতকাল গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জীবননগর থানায় প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম কড়া হুশিয়ারি দেন। এসময় তিনি আরো জানান, আটককৃত দু’জন চিহ্নিত মাদকব্যবসায়ী। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজন মাদকব্যবসায়ীর নাম জানা গেছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আটক দুই মাদকব্যবসায়ীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৩০ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফেন্সিডিল ভর্তি ঢাকা মেট্রো-ট-২০-৩৭৭৬ নাম্বারের ট্রাকসহ দু’মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। এবিষয়ে প্রেস বিফ্রিং করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।
জানা গেছে, শুক্রবার ভোরে জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে জীবননগর থানার এসআই জাহিদ হোসেন, এএসআই নুরননবী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থেকে পোল্ট্রি ফিড বোঝাই একটি ট্রাক ফেন্সিডিল নিয়ে জীবননগরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে পৌর শহরের লক্ষীপুর ব্রিজের উত্তরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষন পরে দর্শনা থেকে ছেড়ে আশা সন্দেহভাজন একটি ট্রাক থামালে গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা আনোয়ারপুর কেরুপাড়ার সৈয়দ আলীর ছেলে ডালিম (২০) ও একই গ্রামের মালেকের ছেলে জুবায়েরকে (৩০) মালামালসহ ট্রাক আটক করে।
এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদে জানতে পারি শুক্রবার ভোরে দর্শনা থেকে একটি ট্রাকে পোল্ট্রি ফিডের মধ্যে ফেন্সিডিল নিয়ে নোয়াখালী যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর লক্ষীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ৫৩০ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বস্তা সুয়াবিনের ভূষিমাল উদ্ধার করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি বিশেষ ক্ষমতা আইন -১৯৭৪ এর বি (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
জীবননগর থানায় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, এএসপি শরিফুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মিরা।