
জীবননগর অফিস: উপজেলায় ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলা অডিটরিয়ামে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ.লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জীবননগর প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সৈয়দ আব্দুল জব্বারের উপস্থাপনায়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যাক্ষ মাও. আব্দুল খালেক, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহ, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. সামাদ, সাংবাদিক জাহিদবাবুসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক গণ উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয় ।