জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে জীবননগর শহরের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খেজুর প্যাকেট করা হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জীবননগর গুড় বাজারের মান্নান ভ্যারাইটি স্টোরে অভিযান পরিচালনা করে দুই বস্তা নিম্নমানে খেজুর নষ্ট করা হয়। এসময় মান্নান ভ্যারাইটি স্টোরের মালিক মাসুমকে ১০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অভিযোগে জীবননগর বাসস্টান্ডের এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের নাসিম অয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন করার অপরাধে মিলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য প্রশাসন তৎপর আছে। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সেপেক্টর আনিসুর রহমান।