চুয়াডাঙ্গা রবিবার , ২ অক্টোবর ২০২২

জীবননগরে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ রুমঃ
অক্টোবর ২, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস: জীবননগরে বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ রুবেল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ধোপাখালী ঈদগাহের গেটের সামনে থেকে তাকে আটক করে জীবননগর থানার পুলিশ সদস্যরা। আটককৃত রুবেল হোসেন জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জীবননগরের ধোপাখালী গ্রামে একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই মো. নাহিরুল ইসলাম, এসআই এস এম রায়হান ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ধোপাখালী ঈদগাহের গেটের সামনে একটি ঐবৎড় ঝঢ়ষবহফড়ৎ মোটরসাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশী করা হয়। এসময় মাধবখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী মো. রুবেল হোসেনকে ১৫ বোতল ফেনসিডিল এবং একটি ঐবৎড় ঝঢ়ষবহফড়ৎ মোটরসাইকেলসহ আটক করেন। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।