চুয়াডাঙ্গা সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে ১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নিউজ রুমঃ
জানুয়ারি ১৬, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ফিরোজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই গোপাল চন্দ্র মণ্ডলসহ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটক ফিরোজ উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা মাঠপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জীবননগরের মনোহরপুর মাঠপাড়ার জাহাঙ্গীর মুন্সির মুদি দোকানের সামনে অভিযান পরিচালরা করে থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ফিরোজকে আটক করা হয়। পরে তাঁর নিকট থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।