সমীকরণ প্রতিবেদন: জীবননগরে ১১টি গাঁজা গাছসহ হোসেন গাজী (৬০) নামের এক গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন গাজী জীবননগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আশতলাপাড়ার মৃত আনসার আলী গাজীর ছেলে।
জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কর্চাডাঙ্গা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মালিকানাধীন জমিতে চাষকৃত ফলের বাগানে গোপনে মাদকদ্রব্য গাঁজার গাছের চাষাবাদ করে আসছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্চডাঙ্গা জোলপাড়া গ্রামস্থ জনৈক মো. হোসেন গাজীর নিজ জমিতে চাষকৃত ফলের বাগানের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে হোসেন গাজীকে গ্রেপ্তার করে। এসময় আসামির হেফাজত হতে তাঁর নিজ জমিতে চাষকৃত ফলের বাগানের ভেতরে লাগানো সতেজ গাঁজা গাছ ১১টি, যার সর্বমোট ওজন ১ কেজি ৫ শ গ্রাম এবং ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করে র্যাব।