জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। গত শনিবার উপজেলার সীমান্তর্বর্তী ইউনিয়নে করোনা রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার মাধ্যমে সংগঠনটি কার্যক্রম শুরু করেছে। জানা গেছে, প্রথম দিকে এ উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কম থাকলেও বর্তমানে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এসময় উপস্থিত ছিলেন দোস্ত এইড’র কর্মকর্তা হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, কাজল হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।