জীবননগর অফিস:
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় জীবননগরে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। এসময় মাস্ক পরিধান না করায় এবং প্রকাশ্য ধুমপান করার অপরাধে মোট ১৩ জনের নিকট থেকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম। আদালত পরিচালনা সময় জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।