চুয়াডাঙ্গা শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০

জীবননগরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৫, ২০২০ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস:
জীবননগরে বাড়িতে পানি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আশতলাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- আশতলাপাড়ার মৃত নুহু বিশ্বাসের ছেলে নুরুজ্জামান (৩৭) ও তাঁর স্ত্রী ইসনাহার খাতুন (২৮)।
আহত নুরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির পাশে তসলিমের বোন জাহানারার বাড়ি। একটু বৃষ্টি হলেই তার বাড়ির টয়লেটের সমস্ত পানি আমার বাড়ির মধ্যে প্রবেশ করে। আমি এর আগেও বেশ কয়েকবার টয়লেট পরিস্কার করে তার বাড়ির ময়লা পানি যাতে আমার বাড়িতে না ঢোকে, সে জন্য কয়েকবার বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। শুক্রবার বিকেলে টয়লেটের মল এবং পানি আমার বাড়ির মধ্যে আশায় আমি পরিস্কার করার কথা বলেছি। এ সময় তসলিম এবং তার সাথে থাকা ফজলু ও তরিকুল ঘর থেকে রড, লাঠি বের করে আমাকে মারধর করে। এ সময় আমার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও তারা মারধর করে এবং আমার বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে যায়। একপর্যায় আমি প্রাণ বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আমাদের দুজনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করে।’
এ ঘটনায় তসলিমের সঙ্গে কথা বলার জন্য গেলে তাঁকে না পাওয়ায় তাঁর বোন জাহানারা খাতুন বলেন, ‘আমার টয়লেট বোঝাই হয়ে গেলে ওদের বাড়িতে পানি ঢোকে। ওরা মাটি দিয়ে বেধে দিয়ে আবার আমাকে মারার জন্য বাড়িতে আসে এবং আমাকে মারধর করে। এ জন্য আমার ভাই তাদের মারধর করেছে।’
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হযরত আলী বলেন, ‘নুরুজ্জামান ও তাঁর স্ত্রীকে মারধর করেছে এ সংবাদ শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। তবে কী নিয়ে সমস্যা হয়েছে, এটা আমি এখনো জানি না।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ পাল বলেন, আহত নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে। চিকিৎসা দেওয়া হয়েছে। এখন অনেকটা সুস্থ আছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আশতলাপাড়ায় যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে নুরুজ্জামান নামের এক ব্যক্তি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।