
সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুল ও তাঁর কর্র্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ধোপাখালীর বেপারীপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কামরুল জীবননগর থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী কামরুল বলেন, ‘সন্ধ্যার দিকে ধোপাখালী বেপারীপাড়া এলাকায় আমি কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলাম। এসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন খানের ছেলে নয়নের নেতৃত্বে আকিবসহ ৫-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, আমার সাথে থাকা জালাল শেখ, মোক্তার হোসেন বাবু জখম হয়। এসময় তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে জীবননগর থানা-পুলিশ এসে আমাদের রক্ষা করে। তারা গত শুক্রবারও একইভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। নয়ন প্রতিদিনই এলাকার সাধারণ ভোটার ও কর্মী- সমর্থকদের নানাভাবে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমি যাতে নির্বাচনি মাঠে না যাই, সে জন্যও হুমকি দিচ্ছে।’
এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নয়নের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে আকিব বলেন, ‘ঘটনার সময় আমাদের শোডাউন এবং কামরুলের শোডাউন মুখোমুখি হয়। তবে কোনো হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন হিসেবে আমাদের ওপর মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে হামলা হয়েছে এমন ঘটনা আমার জানা নেই। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।’