জীবননগর অফিস:
জীবননগরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে স্কুলছাত্রীসহ দুজনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে জালাল উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। গত রোববার রাতের এই ঘটনায় আহতরা হলো হরিপুর গ্রামের কিনার উদ্দিনের ছেলে রতন (২২) ও কিনার উদ্দিনের মেয়ে করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রত্না খাতুন (১৫)। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হরিপুর গ্রামের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’